আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে তিন ইউনিয়নের পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় বেলগাছি, ডাউকি ও নাগদাহ ইউনিয়নের কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে বেলগাছি হাই স্কুল প্রাঙ্গণে পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন বিভাগের পরিচালক ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু।
তিনি এ-সময় বলেন, প্রত্যেক পোলিং এজেন্টকে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে সচেতন ও দৃঢ় থাকতে হবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, ডাউকি ইউনিয়ন সেক্রেটারি ডা. আব্দুস সালাম, বেলগাছি ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী প্রমুখ।



