আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা কামালপুর পশ্চিম পাড়া জুনিয়র ক্রিকেট প্রীতি ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা কামালপুর আলাউদ্দীন আহমেদ পাঠাগারের উদ্যোগে ক্ষুদে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি কামালপুর বাইতুল আমান জামে মসজিদ ও সভাপতি বি আর এম পি আলমডাঙ্গা উপজেলা শাখা জেনারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্য কবি এম সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন, মহাম্মদ ফরজ আলী, সামাজিক ব্যক্তি কামালপুর, শিশু কিশোর স্নেহধন্য ক্রিকেটপ্রেমী ও মহল্লাবাসী।
প্রধান অতিথির সাথে সকল অতিথিবৃন্দের উদ্দেশ্যে বলেন কবি গোলাম রহমান চৌধুরী একজন গায়ের ক্ষুদ্র মানুষ তাই সকল মানুষই তাকে একটু ভালোবাসে,গ্রামের মানুষ তাকে বিভিন্ন আয়োজন করতে বল্লে সে তা করে থাকে এভাবে তার কর্মকান্ড চলে আসছে, সকলের ভালোবাসা নিয়ে। সেই ভালো লাগা ও ভালোবাসার বহিঃপ্রকাশ এই জুনিয়রদের একটু টিকেট খেলা।
কবি গোলাম রহমান চৌধুরি বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ দেশ জাতি কে এরা অনেক কিছু উপহার দেবে,তাদের প্রতি আমার দোয়া ও ভালবাসা রইল।খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কামালপুর পশ্চিমপাড়া জুনিয়র টিম। রানার্স আপ হয়েছেন কামালপুর মসজিদপাড়া জুনিয়র টিম। চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ।
কবি গোলাম রহমান চৌধুরি আরো বলেন, সারা বছরই গ্রামবাসী পাড়া মহল্লাবাসীকে নিয়ে এমনটি ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজন করা হয়ে থাকে আপনারা আমাদের জন্য প্রাণভরে দোয়া করবেন।আজকে যারা বিজয়ী হয়েছে সকলের প্রতি ভালবাসা রইল।
আলমডাঙ্গার কামালপুরে জুনিয়র ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত



