৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৩টা থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা সাহিত্য পরিষদ প্রাঙ্গনে জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাহিত্য পরিষদ প্রাঙ্গন। পরে সাড়ে চারটার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গার প্রধান সড়ক ও বড়বাজার শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে যুবদল কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের নেতারা।

বক্তব্যে সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হলো। সদর উপজেলা যুবদলের সকল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই র‌্যালিতে অংশগ্রহণ করেছে। রাজনৈতিক অঙ্গনে যুবদল একটি মুখ্য ভূমিকা পালন করছে। দেশ নায়ক তারেক রহমানের আদর্শে দেশ গড়ার অংশীদার হিসেবে যুবদল সবসময় সাথে আছে। ধানের শীষের সাথে রাজনীতিতে সবসময় সক্রিয় অবস্থানে থাকবে যুবদল। আগামীর বাংলাদেশ হবে দেশ নায়ক তারেক রহমানের আদর্শে গড়া বৈষম্যহীন একটি বাংলাদেশ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন মেম্বার, সোহেল রানা নাজমুল প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান হ্যাপি, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, আরিফ হোসেন, আব্দুর রশিদ, রমজান আলী, মানোয়ার হোসেন, আব্দুল মতিন খোকন, সেলু বিশ্বাস, জহুরুল হক, মিনারুল হোসেন, আনারুল মেম্বার, টুটুল হোসেন, আনোয়ার হোসেন ও সদর উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *