স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা ও ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করে। তবে কাউকে বিজিবি আটক করতে পারেনি।
মহেশপুর ৫৮ বিজিবি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৫-এস এর নিকট মাঠপাড়া বিলের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই দিন ভোর সাড়ে ৫টার দিকে জীবননগর নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬-এর কাছে নতুন পাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/১-এস এর কাছে হালদারপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৭০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়। একই দিন রাত ৮টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/১-এস এর নিকট মনোহরপুর তেতুলতলার মধ্যে হতে নায়েক মোঃ তারিকুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।



