ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানববন্ধন

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। জেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় অ্যাসোসিয়েশনের ব্যানারে জেলা শহরের ফ্যামিলি জোন মিলনায়তন থেকে র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় মানববন্ধনে অংশ নেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। সংগঠনটির জেলা আহ্বায়ক সাইদুর রহমান বাদশার সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বাবুল আক্তার, রওশন মোল্লা প্রমুখ।

এসময় সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছে খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে। সরকারের এই উদ্যোগ কার্যকর হলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। নিদিষ্ট ডিলারদের কাছে কৃষকরা জিম্মি হয়ে পড়বে। এসময় বক্তারা দ্রুত খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স ফিরিয়ে দেয়ার দাবি জানান। পরে ঝিনাইদহ জেলা প্রশাসক অব্দুল আওয়ালের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *