স্টাফ রিপোর্টার
দর্শনার দুধপাতিলা থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। আটক করা হয় দর্শনা হটাত পাড়ার আবুল কালামের ছেলে হাবিবুর রহমান মুন্না (৪২)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বিভাগীয় পরিদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। বেলা ৩টার দিকে
দামুড়হুদা উপজেলার বড় দুধ পাতিলা কবর স্থান সংলগ্ন মন্টুর আম বাগানের সামনে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আসামি হাবিবুর রহমান মুন্নাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১টি মোটরসাইকেল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে-উপ পরিদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।



