জীবননগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জীবননগর অফিস

জীবননগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার জীবননগর বিএনপির পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা ও কেক কাটা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন (ময়েন) এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম -এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা যুবদলে যুগ্ম আহ্বায়ক রানা, মিনাজুল, জাকির আহমেদ শামীম, সরোয়ার হোসেনসহ যুবদল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে যুবদল আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা অঙ্গীকার করেন। আলোচনা শেষে দেশের কল্যাণ ও দলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *