স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ, জালশুকা, ফুলবাড়িয়া, ছয়ঘড়িয়া গ্রামের সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি ধানের শীষের পক্ষে ভোট চান এবং বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেন। বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ ডিঙ্গেদহ এলাকা দিয়ে ঢুকলে তার গণসংযোগ যেন তাঃক্ষণিক জনসভায় পরিণত হয়। নেতাকর্মীরা যেমন ছুটে আসেন প্রিয় নেতার খবর পেয়ে, তেমনি সাধারণ মানুষ যেন অভিভাবক মেনে নিয়েছেন শরীফুজ্জামান শরীফকে। কিছু কিছু স্থানে প্রিয় নেতার সাথে আবেগঘন আলাপ করতেও দেখা যায় গ্রামের পা ফাটা সাধারণ মানুষদের।
শরীফুজ্জামান শরীফ বলেন, আজ আমি আপনাদের এই পথ-ঘাট, এই জনপদ ঘুরে দেখছি। আপনাদের চোখে যে কষ্ট, যে প্রত্যাশা দেখছি, তা আমাদের প্রেরণা যোগায়। আপনারা জানেন, বিএনপি সব সময় জনগণের দল, আর রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় মানুষের দুঃসময়ে পাশে থাকা, এটাই আমাদের গঠনতন্ত্রের মূল দর্শন। এই অঞ্চলের সাধারণ মানুষ হিসেবে আপনাদের প্রধান জিজ্ঞাসা কেন আপনাদের হাতে কাজ নেই, কেন ফসলের ন্যায্যমূল্য নেই, কেন গ্রামের মানুষ সুবিচার পায় না? এর কারণ হলো, দেশের অর্থনীতি ও প্রশাসন স্বৈরাচারী গোষ্ঠীর হাতে জিম্মি ছিল।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, শংকারচন্দ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পঁচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,সদর উপজেলা যুবদলের সদস্য টুটুল, সদর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মাহাবুব,ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, শ্রমিক নেতা মনজুর আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।



