আকুন্দবাড়িয়ায় স্বপ্ন পূরন ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণকালে শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার


আমাদের নেতা তারেক রহমান তরুণ সমাজকে নিয়ে এক নতুন স্বপ্ন দেখেন। তাঁর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা হলো এই দেশের তরুণ সমাজের মুক্তির সনদ। ৩১ দফায় খেলাধুলা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার সুস্পষ্ট অঙ্গীকার আছে। আমরা ক্ষমতায় গেলে যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করব এবং প্রতিটি জেলা-উপজেলায় খেলার মাঠের জন্য প্রয়োজনীয় সরকারি বিনিয়োগ নিশ্চিত করব। বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামে স্বপ্ন পূরন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ আরও বলেন, আজ এই ঐতিহ্যবাহী মাঠে এসে আমার মন ভরে গেল! এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আপনারা প্রমাণ করলেন, খেলাধুলাই হলো মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে সেরা প্রতিষেধক!’
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, আমি তোমাদের কাছে আবেদন জানাই, তোমরা মাদকে ‘না’ বলো! তোমাদের শরীরের শক্তি, সাহস আর সময়কে এই খেলার পেছনে নিয়োজিত করো। এই মাঠেই জন্ম নিক আগামীর জাতীয় তারকা, যে চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করবে। তারেক রহমানের নির্দেশ স্পষ্ট—আমাদের সামাজিক কাঠামো হবে ক্রীড়াবান্ধব। এই নির্বাচন হলো জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ধানের শীষে ভোট দিয়ে সেই সরকার প্রতিষ্ঠা করুন, যারা আপনাদের পাশে থাকবে, যারা আপনাদের গ্রামের উন্নয়নে নজর দেবে এবং এই খেলার মাঠকে রক্ষা করবে। আকুন্দবাড়িয়া স্বপ্ন পূরন ফুটবল টুর্নামেন্টের সভাপতি লাল্টু রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সদর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রোকোনুজ্জামান রোকন, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হ্যাজি প্রমুখ। কয়েকদিন ধরে চলা স্বপ্ন পূরন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় চুয়াডাঙ্গা একাদশ বনাম ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড ফুটবল একাদশ। খেলায় চুয়াডাঙ্গা একাদশ ২-১ গোলে জয়লাভ করে। ফাইনাল খেলা শেষে চাম্পিয়ান ও রানারআপ পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *