মাখালডাঙ্গায় ইসলামী আন্দোলন প্রার্থীর ব্যাপক গণসংযোগ

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম আজিজী ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজীর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
এ সময় বক্তৃতায় মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। জনগণের ভোট ও ভরসায় নির্বাচিত হলে ইনশাআল্লাহ চুয়াডাঙ্গা-১ আসনকে সারাদেশে একটি আধুনিক ও মডেল আসনে রূপান্তর করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার, ন্যায়ভিত্তিক শাসন ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। শান্তি, ন্যায় ও নিরাপত্তা প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করা জরুরি। দেশ আজ নৈতিক নেতৃত্বের সংকটে ভুগছে। ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজীর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি রুহুল আমিন সোহেল ও জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আবু সাইদ, ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা সদর থানার সভাপতি মাওলানা এস.এম. হানজালা, মাওলানা মোঃ আব্দুল আওয়াল বিপ্লব, মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ, মাওলানা মোঃ আলমগীর হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, কারী মোঃ ইব্রাহীম, নিজাম উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, মোঃ রবিউল, জিয়ারুল ইসলাম, সামাদুল শেখ, মতুল্লা শেখ, খেদের মন্ডল প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *