আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলি মাষ্টার বিদ্যালয়ে যোগদান করতে গেলে এলাকাবাসীর বাঁধার সম্মুখীন হয়। তিনি এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হন বলে জানা গেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ইয়াকুব আলি মাষ্টার তার বিদ্যালয় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যোগদান করার চেষ্টা করেন। এলাকাবাসী খবর পেয়ে ছুটে আসেন এবং তাকে বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে দেয় নি।কথা কাটাকাটির একপর্যায়ে সাধারণ জনগণ ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বার করে দেয়।
‘এলাকাবাসী সুত্রে জানা গেছে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাষ্টার ৫ ই আগষ্টের পর থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। আলমডাঙ্গাতেও তাকে দেখা যায় নি।তিনি দীর্ঘদিন পলাতক রয়েছেন। গতকাল হঠাৎ বিদ্যালয়ে যোগদান করতে গেলে স্থানীয় বিএনপি’ ও জামায়াতের নেতৃবৃন্দরা বাধা দেয়। একপর্যায়ে বাকবিতণ্ডা অপমান লাঞ্ছিত হয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য যে গত ৪ ই আগষ্টের দিন আলমডাঙ্গা এ টিম মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও ২০২৩ সালে বিএনপির পথসভায় হামলার ইয়াকুব আলি মাষ্টারের নামে মামলা হয়।
তিনি পলাতক ছিলেন, তার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের দূর্ণীতির অভিযোগ করেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসে। এই অভিযোগে উপজেলা শিক্ষা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গত ৩০শে ডিসেম্বর সালে বেলা ১১ টার সময় তিনি তদন্ত কমিটির কাছে হাজির হলে স্থানীয় বিএনপি জামায়াতের লোকজন হেনেস্তা করে পুলিশে দেন।
হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলির যোগদানে বাধা
