হাসাদাহ প্রতিনিধি
যুব সমাজ ও এলাকার সাধারণ মানুষকে সচেতনার করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ মডেল কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশের সহকারী পুলিশ সুপার দামড়হুদা সার্কেল আনেয়ারুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসাদাহ ইউনিয়নসহ এর পার্শ্ববর্তী ইউনিয়নের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যুব সমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের মাদকের মরন ছোবল থেকে রক্ষা করতে সকলকে সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান, সেই সাথে মাদক কারবারী সেববকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এলাকার চিহ্নিত কেউ যদি দুষ্কৃতকারী অথবা মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ত থাকে তাদের কে ধরে আইনের হাতে সোপর্দ করার জন্য উদাক্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মামুন বিশ্বাস, দামড়হুদা মডেল থানা ও জীবননগর থানার সিনিয়র অফিসারসহ হাসাদাহ ক্যাম্পের এ,এস,আই মাসুদ রানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাষ্টার, সহ-সভাপতি শফিকুল আলম লিটন, জীবননগর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ মাসুদ, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হাসাদাহ ইউনিয়ন জামাতের জেলা উলামার সভাপতি মাওলানা ইস্রাইল, হাসাদাহ ইউনিয়ন জামাত ইসলামের রোকন আক্তারুজ্জামানসহ এলাকার সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
হাসাদাহে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত



