দর্শনায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশে জেলা আমীর রুহুল আমিন

আব্দুর রহমান অনিক, দর্শনা
বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার উদ্যোগে শহীদ শাহরিয়ার মুক্ত মঞ্চে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
আমির রুহুল আমিন তাঁর বক্তব্যে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, চুয়াডাঙ্গা জেলা একটি বঞ্চিত রাজনৈতিক এলাকা। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল কৃষকদের কাছে ভোট চাইতে আসে, কিন্তু ভোটের পর আর তাদের খোঁজ নেয় না। কৃষকরা সার ডিলারের কাছ থেকেও সঠিক সেবা পাচ্ছেন না। বর্তমানে হাট-ঘাট-মাঠ, গাছ, বিল ও বাওড় সবকিছু লুটপাট করে খাচ্ছে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কৃষকদের চড়া সুদে ঋণ নিতে হচ্ছে এবং কিস্তি পরিশোধ করতে গিয়ে অনেকেই জমি হারাচ্ছেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, তাহলে আমরা এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন ও কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব।
এসময় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, কৃষি বিভাগের জেলা সভাপতি আলতাফ হুসাইন, দর্শনা থানা সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, দর্শনা পৌর আমির ও সাবেক কমিশনার সাহিকুল ইসলাম অপু, নায়েবে আমির গোলজার হোসেন, সেক্রেটারি শাহারিয়ার আলম দবিরসহ বিপুলসংখ্যক কৃষক ও সাধারণ মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *