কুতুবপুর ইউনিয়নে ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত

কুতুবপুর প্রতিনিধি
‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা আনসার ও ভিডিপি চুয়াডাঙ্গা সদর কার্যালয়ের আয়োজনে কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৬৬ জন প্রশিক্ষানার্থীকে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলা ২য় ধাপ এর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর  পর্যন্ত ৪১ জন পুরুষ ও ২৫ জন মহিলা নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশিক্ষিকা তানিয়া ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা পিভিএমএস পরিচালক ও জেলা কমান্ড্যান্ট অ.দা.বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাজ্জাদ মাহমুদ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ভারপ্রাপ্ত আরিফুর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান, ইউপি সদস্য বিল্লাল হোসেন, ইউপি সদস্য আব্দুল হালিম।
অনুষ্ঠানে প্রশিক্ষানার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, আপনাদেরকে দেশ এবং দেশের জনগণের সেবায় কাজ করতে হবে। সমাজে মাদক বাল্যবিবাহসহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনারা নিজেরা যেন স্বাবলম্বী হতে পারেন সেজন্য আনসার ইউনিট আপনাদের পাশে থাকবে। পরিশেষে প্রশিক্ষানার্থীদের মাঝে সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *