স্টাফ রিপোর্টার
নবীনসহ অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবক ও সুধী মহলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের নবীনবরণ, অভিভাবক ও সুধী সমাবেশ-২০২৫। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে মনোমুগ্ধকর পরিবেশে এই অনুষ্ঠানটি শুরু হয়। সভাপতিত্ব করেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু।
প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, আজকের নবীন শিক্ষার্থীরা যাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি তারাই একদিন দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিগত সময়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে দূর্ভাগ্যজনক ভাবে দূর্নীতি মাদক এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। আমাদেরকে শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে হবে। ব্যক্তিগত স্বার্থে কোনভাবেই বিভেদ তৈরি করা যাবে না, যাতে কলেজের পরিবেশ নষ্ট হয়। শিক্ষার্থীরা তোমারা প্রয়োজনে মোবাইল ব্যবহার করবা কিন্তু তা যেন আসক্তির পর্যায়ে না যায়।সময় পেলে বই পড়বা এবং ছেলেরা বিকালে খেলার মাঠে যাওয়ার অভ্যাস তৈরি করবা,তাতে শরীর মন দুটোই ভালো থাকবে। পরিছন্ন ক্যাম্পাস ও মেধা বিকাশই হোক একমাত্র লক্ষ্য। দূর্নীতি থাকলে তা শেকড় থেকে উৎপাটন করা এবং নতুন করে দূর্নীতির বীজ বপন করতে দেওয়া হবে না। কলেজের শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা আমার সাধ্য মত অব্যাহত থাকবে।
কলেজের গভর্নিং বডির বিদ্যোতসাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, কলেজের গভর্নিং বডির বিদ্যোতসাহী সদস্য ও জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা, শারমিন সুলতানা শিলা, অভিভাবক সদস্য মকছেদুর রহমান মিল্টন, রানা মন্ডল, শিক্ষক প্রতিনিধি কামরুজ্জামান, খসরুজ্জামান ও আফরোজা সুলতানা। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মনি,পৌর কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোছা: মালেকা রহমান, তাহেরুল ইসলাম ও কোহিনুর রহমান টুনি।
নবীন শিক্ষার্থীদেরকে গোলাপ ও ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয় রোভারের সদস্যরা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষক প্রভাষক আশরাফুল ইসলাম। ০৩ জন কৃতি শিক্ষার্থী যারা গত এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে আমির হামজা, রনি আশরাফুজ্জামান ও সাব্বির হোসেনকে সংবর্ধনা পদক প্রদান করা হয়।
নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মনিরুজ্জামান ও সাইদুর রহমান। সুধীজনের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মিনাজ উদ্দিন। নবীনবরণ, অভিভাবক ও সুধী সমাবেশে আরোও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান সাদিদ, চুয়াডাঙ্গা পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, জেলা শ্রমিকদল নেতা ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পল্লব করিম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন জোয়ার্দ্দার স্বপন, সাধারণ সম্পাদক শামীম হোসেন, পৌর বিএনপি নেতা মোজাম্মেল হক, গিয়াস উদ্দিন, মুন্সী আব্দুস সাত্তার, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম খোকন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদসহ সভাপতি খন্দকার আরিফ, নাঈম হাসান, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান কনক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান প্রমূখ। কলেজের সকল শিক্ষকমন্ডলী ও কর্মচারীরা উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজে নবীনবরণ-অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত



