স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলার নথিপোতা ও নাটুদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা ও গণসংযোগ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে নতিপোতা ইউনিয়নের ছুটিপুর, পোতারপাড়া, ভোগিরাপুর, হেমায়েতপুর গণসংযোগ শেষে পথসভা করেন। জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন, এসময় প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন।
গণসংযোগকালে রুহুল আমিন বলেন, জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা অল্প সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় যেতে চাইনা আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই আমরা সমাজের বৈষম্য দূর করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা গোটা জাতিকে পরিবর্তন করতে চাই, সমাজের বঞ্চিত মানুষের মুক্তির পথ দেখাতে চাই। এই জন্যই এদেশের মানুষ আমাদেরকেই ভোট দিতে চাই। আমরা সকলকে নিয়েই এই দেশটাকে পরিবর্তন করব।
এসময় উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মাওঃ আজিজুর রহমান, উপজেলা আমীর নায়েব আলী, উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল গফুর, সেক্রেটারী আবেদ-উদ দৌলা টিটোন, উপজেলা সহকারী সেক্রেটারী আবুল বাশার, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক, নতিপোতা ইউনিয়ন আমির ইসমাইল হোসেন, নায়েবে আমীর মুঞ্জুরুল হক লাভলু, সেক্রেটারী রাশিদুল ইসলাম, মাওঃ মিরাজুল ইসলাম শাহাদাত হোসেন তরিকুল ইসলামসহ অনেকেই।