স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার গাংনী-আসমানখালি সাংগঠনিক থানার খাদিমপুরে জামায়াতে ইসলামী’র গণসংযোগ ও ইউনিয়ন কার্যালয় উদ্বোধনান করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন জামায়াতের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।
অফিস উদ্বোধনানকালে তিনি বলেন, জামায়াতে ইসলামীর অফিস শুধুমাত্র রাজনৈতিক কেন্দ্র নয় সাথে সাথে এটি জনসেবার কেন্দ্র। এখান থেকে মানুষের কল্যাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। জনগণ তাদের সমস্যার সমাধানের আশায় এখানে আসবে, আর আমাদের দায়িত্বশীলগণ সেই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা আমাদের আচরণ, আমল ও চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রমাণ করতে চাই। বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৪ বছর ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা সেই অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছি, আর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবো না। সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করতে হবে যেন বাংলাদেশকে একটি দূর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়তে পারি।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদিমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- সাবেক জেলা আমীর আনোয়ারুল হক মালিক, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, গাংনী- আসমানখালী সাংগঠনিক থানার আমীর আব্বাস উদ্দিন, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, খাদিমপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ। গণসংযোগ কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় এবং অনেকেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন। উদ্বোধন শেষে তিনি আলিয়াটনগর ও পাঁচ কমলাপুর গ্রামে ব্যাপক গণসংযোগে অংশগ্রহণ করেন তিনি এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।