স্টাপ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব দৃঢ়ভাবে মনে করে, দেশের বর্তমান প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রাম। এই লক্ষ্যে দলের সর্বস্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ। গতকাল সোমবার বিকাল থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাথুলী, মাছেরদারী, শৈলগাড়ী, চাঁদমারী, খেজুরতলা ও সরিষাডাঙ্গা গ্রামের সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় সাথে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু, সদর উপজেলা যুগ্ম আহবায়ক হাসান মালিক, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম শাহারিয়া লিটনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফ আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দল। আর ধানের শীষ এটি শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি আজ মানুষের আশা, আস্থা ও পরিবর্তনের প্রতীক। আমাদের এখন মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের ভিত্তি সুদৃঢ় করা।
রাজনীতিকে কেবল ক্ষমতা দখলের প্রক্রিয়া হিসেবে না দেখে, মানুষের সেবার ব্রত হিসেবে দেখছেন এই বিএনপি নেতা। তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই বিএনপির নৈতিক ও মানবিক দায়িত্ব। রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা-এটাই প্রকৃত রাজনীতি। আমি চাই, চুয়াডাঙ্গার প্রতিটি মানুষ জানুক, তারা একা নয়। জেলা বিএনপি সবসময় তাদের পাশে ছিল, আছে এবং থাকবে।



