মেহেরপুরে ভৈরব নদে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুর অফিস

মেহেরপুর ভৈরব নদে থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার পিরোজপুর বিশ্বাসপাড়া ও মুজিবনগর উপজেলার রশিকপুর সুইচগেট এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) এবং পিরোজপুর গ্রামের বিশ্বাসপাড়ার জল্লাদ হোসেনের ছেলে মাহবুব (১৫)ও মুজিবনগর উপজেলার আমদহ গ্রামের মহির উদ্দিনের ছেলে কৌশিক (২১)। তানভীর মেহেরপুর পৌর কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী, মাহবুব পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও কৌশিক স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে মুজিবনগরের রশিকপুর গ্রামের ভৈরব নদে সুইচগেট এলাকায় তানভীর ও কৌশিক গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮ টার দিকে তানভীর ও রাত ৯ টার দিকে কৌশিকের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, সদর উপজেলার পিরোজপুর গ্রামের বিশ্বাসপাড়ার ভৈরব নদে দুপুরে মাহবুব নামে এক কিশোর গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করে। এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান দিপু বলেন, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর এক শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *