দর্শনা –
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দর্শনা থানা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকাল ৫ টায় চুয়াডাঙ্গার দর্শনা সরকারি ফুড গোডাউনের পাশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দর্শনা থানা মৎস্যজীবী দলের সভাপতি একলাসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দর্শনা থানা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আওলাদ হোসেন, গড়াইটুপি ইউনিয়ন মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন।
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি হাসেম আলীর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মৎসজীবী দল নেতা- সাদেক আলী, জহির হোসেন, জয়নাল আবেদীন, সাইদ হোসেন, উজ্জ্বল হোসেন প্রমুখ।