আলমডাঙ্গায় জাহাপুর মৌজায় দখলমুক্ত না থাকা ৪০ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার

আলমডাঙ্গা অফসি

আলমডাঙ্গা উপজলোর ঘোলদাড়ি ইউনযি়নরে জাহাপুর মৌজায় র্দীঘদনি দখলমুক্ত না থাকা সরকারি খাসজমি উদ্ধার করা হয়ছে। আলমডাঙ্গা সহকারী কমশিনার (ভূম)ি আশষি কুমার বসুর নতেৃত্বে শুক্রবার স্থানীয় প্রশাসনরে ডমর্িাকশেন প্রক্রযি়ার মাধ্যমে মোট ৪০ শতাংশ জমি সরকাররে দখলে নওেয়া হয়ছে। উদ্ধারকৃত খাসজমি আর.এস ১ নং খতযি়ানভুক্ত এবং রাষ্ট্ররে সম্পত্তি হসিবেে গণ্য। র্দীঘদনি ধরে কয়কেটি পরবিার সখোনে বসতবাড়ি নর্মিাণ করে বসবাস করছলি। সরকারি টমি ঘটনাস্থলে পৌঁছালে ওই পরবিাররে চোখ-েমুখে হতাশার ছাপ স্পষ্ট দখো যায়।

তদন্তে উঠে এসছে,ে গ্রামরে খটেে খাওয়া অশক্ষিতি বা র্অধশক্ষিতি মানুষদরে কাছ থকেে মোটা অঙ্করে টাকা নযি়ে র্স্বাথান্বষেী একটি চক্র ভুয়া কাগজপত্র সরবরাহ করছেলি। ভুয়া কাগজরে মাধ্যমে তারা নজিদেরে জমরি মালকি দাবি করে সরকাররে বরিুদ্ধে মামলা করছেলি। তবে আদালতে তারা পরাজতি হওয়ায় সরকাররে র্স্বাথ অক্ষুণ্ণ থাক।ে

ঘোলদাড়ি ইউনযি়ন ভূমি অফসিরে একজন র্কমর্কতা জানান, “উদ্ধারকৃত জমি রাষ্ট্ররে মালকিানাধীন। দখলমুক্ত করে সরকাররে নামে নামজারি নশ্চিতি করা হয়ছে।ে ভবষ্যিতে এই ধরনরে প্রতারণা রোধে নযি়মতি মনটিরংি জোরদার করা হব।ে”

প্রশাসন সাধারণ মানুষকে সর্তক থাকার পরার্মশ দযি়ে জানযি়ছে,ে ভূমি সংক্রান্ত যকেোনো লনেদনেরে আগে অবশ্যই ভূমি অফসিরে মাধ্যমে তথ্য যাচাই করতে হব।ে স্থানীয় সচতেন নাগরকিরা মনে করছনে, “এ ধরনরে প্রতারক চক্রকে আইনরে আওতায় আনা গলেে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত প্রতারণা থকেে রক্ষা পাব।ে”ভূমি সর্ম্পকে যথাযথ ধারণা ও আইনগত সচতেনতা থাকলে কউে সহজইে প্রতারণার শকিার হবে না—এই প্রত্যাশা প্রকাশ করছেনে সংশ্লষ্টিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *