দর্শনায় তারেক রহমানের ৩১ দফা ও মাহমুদ হাসান খান বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা

দর্শনা অফিস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে দর্শনা পৌরসভার ৬নং ওয়ার্ডের রামনগর এলাকায় এই প্রচারণা পরিচালনা করেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান।

প্রচারণাকালে তিনি বলেন,তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি মাঠে নেমেছে। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ আবারও তাদের অধিকার ফিরিয়ে আনবে।

এ সময় এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ঘোষিত কর্মসূচির সারাংশ তুলে ধরা হয়। বক্তারা চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবুকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন,

দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মাহবুব উল ইসলাম খোকন,  নাসির উদ্দিন খেদু, রেজাউল ইসলাম, বিএনপি নেতা হাফিজুর রহমান,

দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন, জিয়াউল হক শাহীন, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুর রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন,দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক আল মুকিত ও সাব্বির রহমান,দর্শনা কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মোফা সহ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *