জীবননগর মিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফটবল টুণামেন্টের ফাইনাল খেলায় বাবু খান

জীবননগর অফিস
জীবননগর উপজেলার মিনাজপুর হাইস্কুল ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী স্মৃতি ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মুক্তি সংঘ ক্লাবের আয়োজনে মিনাজপুর হাই স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় হাসাদাহ ফুটবল একাদশ ২-১ গোলে শাখারিয়া  ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিন কাদির। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক  মঈন উদ্দিন ময়েন, সাংগঠনিক সম্পাদক  আলতাফ হোসেন, সহসভাপতি মুনজুর সিদ্দিক মিলন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সাবেক সেনা সদস্য মহাসিন আলী প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এসময় তিনি আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও যুবসমাজ কে খেলাধুলা চর্চা করার পরামর্শ দেন। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধী। যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে নয়, মেধাকেও বিকশিত করে। যে কেউ খেলাধুলার উদ্যোগ নিলে আমরা সবসময় তাদের পাশে থাকব।
ফাইনাল খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মন্টু মিয়া। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রবি ও সবুর।  টান টান উত্তেজনা আর পাল্টা আক্রমণ মধ্যে দিয়ে খেলার প্রথমার্ধে ১-০  গোলে এগিয়ে থাকে শাখারিয়া ফুটবল একাদশ। শাখারিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন ময়েন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় দুই দলের খেলোয়াড়দের মুহুর মুহুর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে। খেলায় রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত হাসাদাহ ফুটবল একাদশ ২-১ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন। মাঠভর্তি দর্শকেরা অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলাটি উপভোগ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *