স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এই পথসভা ঘিরে পুরো মাঠে জড় হন স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
এদিকে, বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই পথসভায় বারবার প্রতিধ্বনিত হয় ‘শরীফ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছড়ি নাই’, ‘ধানের শীষের বিজয় হবেই’ এমন নানা স্লোগান। সভায় শরীফুজ্জামান শরীফ তাঁর বক্তব্যে বলেন, ‘দেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের সংগ্রাম চলবে, এবং তা হবে ঐক্যবদ্ধভাবে। চুয়াডাঙ্গার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও মহল্লায় বিএনপিকে সংগঠিত থাকতে হবে।’ ‘জাতীয়তাবাদী দল দেশের সর্ববৃহৎ সংগঠন। অতীতে চুয়াডাঙ্গায় বিএনপি ছাড়া কার্যকর কোনো সংগঠন ছিল না। অন্যরা শুধু নামমাত্র কমিটি বানিয়ে প্রচার করেছে, বাস্তবে তারা ব্যর্থ হয়েছে। যখন আমরা মাঠে নেমে কমিটি গঠন করছিলাম, তখন অনেকে আওয়ামী দোসরদের ভয়ে মুখ বন্ধ রেখেছিলেন। কিন্তু বিএনপিকে যারা প্রকৃতপক্ষে ভালোবেসেছে, তারা কোনো ভয়কে পরোয়া করেনি। আমরা তখনো রাজপথে ছিলাম, আছি, থাকব।’ তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তবে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আমরা রাজপথেই আন্দোলন চালিয়ে যাবো।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে কেউ লাভবান হতে পারবে না। কারণ জনতা যার পাশে, তার ক্ষতি কেউ করতে পারে না। যারা গ্রুপিং মনোভাব পুষে রাখছেন, তারা বুঝে রাখুন- তারা শরীফের বিপক্ষে নয়, দলের বিপক্ষে কাজ করছেন। আমি ব্যক্তি শরীফ নই, এখন আমি দল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক। দলের বিরুদ্ধে অবস্থান মানে মানুষের আশা, ভালোবাসা ও শক্তির বিরুদ্ধে যাওয়া। আপনারা নিজেদের ভুল শুধরে নিন। ব্যক্তির জন্য নয়, দলের জন্য কাজ করুন।’ আমি এক দিনে শরীফুজ্জামান শরীফ হইনি। দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে লড়াই করে, দলের প্রতিটি নির্দেশনা পালন করে আজকের অবস্থানে এসেছি। যারা এখন এসে মনোনয়ন পেতে চান, তারা সাংগঠনিকভাবে কাজ করুন, দলের নিয়ম মেনে এগিয়ে আসুন। মিথ্যা রটিয়ে মনোনয়ন পাওয়া যাবে না। দল যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেবে।’ ‘মনোনয়ন যেই পাক না কেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। কেউ বিতর্ক তুললে বলবেন, আমরা ধানের শীষের বাইরে না, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনার বাইরে না।’
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হক মাহবুব ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, সহসভাপতি আশিক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খাজা মহিউদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা হাসিবুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য আরিফুল আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গার বোয়ালিয়ায় ধানের শীষের পক্ষে পথসভা শরীফুজ্জামান শরীফ
