স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। এছাড়া গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবি পৃথক অভিযানে গাঁজা উদ্ধার করেছে। তবে কোন পাচারকারীকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৭/এমপি এর নিকট গোয়ালপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ আঃ সালামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর নিকট বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ৩ জনকে বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ শিশু। তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশী নারী-পুরুষ আটক, গাঁজা উদ্ধার
