ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহে স্ত্রী তাসলিমা খাতুন (৪০)  হত্যার ঘটনায় স্বামী লাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ । ঘটনার ৩ দিন পর গত (১৪ অক্টোবর) রাতে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান ও একমাত্র আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে কিশোর রাজন (২১) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১২ অক্টোবর রাতে ঝিনাইদহ পৌরসভাধীন গোপীনাথপুর ছাগল ফার্মের পাশে অবস্থিত লাল মিয়ার আসবাবপত্র তৈরীর দোকানের তালা ভেঙে  বস্তাবন্দী অবস্থায় স্ত্রী তাসলিমা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ । এর আগে সকাল থেকেই তাসলিমা নিখোঁজ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া স্বীকার করে, পারিবারিক কলহের জেরে স্ত্রী তাসলিমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে কাঠের দোকানের ভেতর চৌকির নিচে বস্তাবন্দী অবস্থায় লুকিয়ে রাখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *