পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

ঝিনাইদহ অফিস

৫ দফা দাবি বাস্তবায়ন ও পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার সকাল ১০টার দিকে শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম আবুবকর।

বিশেষ অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, কেন্দ্রীয় কমিটির মজলিসে সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল-সহ দলটির অন্যান্যরা।‎এ সময় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। এজন্য এই পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি। তাঁরা আরও বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *