মেহেরপুর অফিস
“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নিবার্হী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ-আল-আজিজ, গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাইল, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌরসভার ইঞ্জিনিয়ার শামীম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিতা উপস্থিত ছিলেন।