মেহেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

মেহেরপুর অফিস

মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুর নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা অমি (২৫) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত অমি মেহেরপুর শহরের পেয়াদা পাড়ার রাইহানুল ইসলামের স্ত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে শহরের পেয়াদাপাড়া থেকে স্ত্রী ফরাহানাকে নিয়ে মোটরসাইকেলযোগে শশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশ্যে বের হয়। মোটরসাইকেলটি ফতেপুর ইটাভাটার কাছে পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তুপের মধ্যে পড়ে যায় মোটরসাইকেলটি। আর পিছনে থাকা স্ত্রী ফারহানা পড়ে যায় পাশের চলন্ত ট্রাকের মাঝখানে। এতে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান তিনি। আহত হন স্বামী। এলাকাবাসী দ্রুত এসে তাদের উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যাক্তিকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত করাতে রাজি নয়। লিখিত পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *