আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পুলিশ পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে আলমডাঙ্গা পাইকপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকোলা গ্রামের মৃত আব্দুল জলিল মালিথার ছেলে নাজমুল (৩০) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।