আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের বাড়ির সামনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রাফিয়া খাতুনের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, সহ-সভাপতি শাহারভানু, যুগ্ম সাধারণ সম্পাদক রোক্সোনা খাতুন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হুদা ও সাধারণ সম্পাদক উসমান গনি, প্রবীণ বিএনপি নেতা কদরুল হুদা, ডালিম হোসেন, দিল্লি হোসেন, আরজু ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, এবং অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।
বক্তাদের বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহিলা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।