ঝিনাইদহে বিনামূল্যে গাছের চারা ও ফসলী বীজ বিতরণ

খাঁন অনু, ঝিনাইদহ

ঝিনাইদহে ফল, ফসলের আবাদ বৃদ্ধি ও অক্সিজেন ঘাটতি কমানোর লক্ষ্যে বিনামূল্যে দরিদ্র পরিবার ও কৃষকের মাঝে ফসলী বীজ ও ফলজ-বজন গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে আলোকিত সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকায় অর্ধশতাধিক পরিবারের মাঝে আম, কাঠাল, মেহগনি গাছের চারাসহ লাউ ও মিষ্ট কুমড়ার বীজ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক অব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আলোকিত সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছা. রোখসানা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসেম, উপজেলা কো-অর্ডিনেটর মোছা. মনিরা খাতুন সহ প্রমুখ।

সে সময় চারা ও বীজ বিতরণকালে সমাজ সেবা অফিসার বলেন, সামাজিক উন্নয়নে আলোকিত সমাজ কল্যাণ সংস্থা যেভাবে এগিয়ে এসেছে এতে করে আমাদের সমাজের অন্যরাও এর সুফল ভোগ করবে বলে আমি আশাবাদী। আজ যাদের মাঝে বীজ ও চারা প্রদান করা হলো তারা যার যার বসত বাড়ির আঙ্গিনায় এগুলো লাগাবেন। সবুজে ও ফসলে ভরে উঠবে আমাদের পরিবেশ।

এছাড়াও এ সংস্থাটির নির্বাহী পরিচালক মোছা. রোখসানা খাতুন বলেন, আমরা নানাবিধ সামাজিক কর্মকান্ড করে থাকি এরই ধারাবাহিকতায় আজ এ চারা ও বীজ বিতরণ করা হলো। এছাড়ও যৌতুক, বাল্যবিবাহ সহ আত্মহত্যার মত জঘন্য কাজ থেকে সমাজকে বাচাঁতে আমরা প্রতিরোধমূলক প্রচারণা করে থাকি। আলোকিত সমাজ কল্যাণ সংস্থা আগামীতে ঝিনাইদহের মানুষের আস্থার একটি নাম হবে বলে আমি আশাবাদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *