মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে পুকুরের পানিতে ডুবে ইয়ানুর হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে বামন্দী পুলিশ ক্যাম্পপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু ইয়ানুর চরগোয়ালগ্রামের ভ্যানচালক জিয়ারুল ইসলামের ছেলে। পরিবারটি বামন্দী পুলিশ ক্যাম্পপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলার জন্য বাড়ির বাইরে বের হয় ইয়ানুর। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুর মা পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে ইয়ানুরকে ভাসতে দেখে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।