দ্বিতীয় দিনের কর্মবিরতিতে মেহেরপুরের এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা

মেহেরপুর অফিস

ঢাকায় আন্দোলরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ প্রতিষ্ঠাগুলোতে চলছে ২য় দিনের মতো শিক্ষকদের কর্মবিরতিতে। গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত কর্মবিরতি চলছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে ফিরে যাচ্ছে বাড়ি।

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী সামিয়া বলেন, প্রতিদিনের ন্যায় স্কুলে এসেছিলাম। এসে দেখি কোন ক্লাস হচ্ছে না। আগে থেকে কোন কিছুই জানানো হয়নি। তাই স্কুলে এসে সব শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। ক্লাস না করেই বাড়ি ফিরতে হচ্ছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তারা।

সদর উপজেলার মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দীন বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি মেনা না নিয়ে পুলিশ লাঠিপেটা করেছে। এটি একটি অমানবিক কাজ। কারণ শিক্ষকরাই মানুষ তৈরির কারিগর। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে এ কর্মসূচী অব্যহত থাকবে।

উল্লেখ্য, রবিবার বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি সহ তিন দফা দাবিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে কর্মসূচী পালন করছিলো এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। অন্য দাবি দু’টো হলো, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *