স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন ঔষধ বিক্রি করায় ২ দোকানীকে জরিমানা করেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, গতকাল বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হাটবোয়ালিয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ঔষধ, নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্য সামগ্রীর প্রতিষ্ঠান তদারকি করা হয়। তদারকিতে মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন ঔষধ বিক্রয়ের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৩৭ ধারায় মো: আলফাজ উদ্দীন এর ফার্মেসী মেসার্স সেবা ফার্মেসীকে দুই হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
এছাড়া আশরাফুল ইসলামের ফার্মেসী মেসার্স আমেনা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট ফার্মেসীকে ত্রুটি সমূহ সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহযোগিতায় ছিলেন- ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও হাট বোয়ালিয়া ক্যাম্প পুলিশের একটা টীম।