র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তজার্তিক প্রবীণ দিবস র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোর্ট মোড় ঘুরে আবার একই স্থানে শেষ হয়।

                  পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংস্থার যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব-উল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। এছাড়াও অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এস এম ইস্রাফিল, চুয়াডাঙ্গা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকী সোহেলী রশীদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল কালাম প্রমুখ।

জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে গতকাল সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রবীণদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন।

এ সময় তিনি বলেন, আমরা যারা এখন নবীন আছি তারাও একসময় প্রবীণ হবো। সমাজের প্রবীণ ব্যক্তিদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে আমাদের আন্তরিক হতে হবে। প্রবীণদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে তাদের অবসর সময়ে বিনোদনের ব্যবস্থা করতে হবে। প্রবীণেরা আমাদের গুরুজন তাদের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কে নানা উদ্যোগ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন প্রমুখ। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনে সহযোগিতা করেন ওয়েভ ফাউন্ডেশন, লোকমোর্চা, শিকড় সমাজ কল্যাণ সংস্থা, ভিএফডিও ও পূরবী সংস্থা।

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে পিকেএসএফ এর সহযোগীতায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির প্রবীণ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় উথলী বাসস্ট্যান্ড ওয়েব ফাউন্ডেশনের প্রবীণ কেন্দ্রে অনুষ্ঠান শুরু হয়। প্রবীণরা নবীনদের পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন ও প্রবীণদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন।

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন- ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো: ইউনুচ আলী, সাধারণ সম্পাদক মো: মজিবর রহমান, ইউনিয়ন যুব কমিটির সভাপতি মো: অমিত খান, সভাটি পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক মো: সাজেদুর রহমান।

এছাড়াও অংশগ্রহণ করেন মো: আক্তারুজ্জামান, উপজেলা সমন্বয়কারী, মো: হুমায়ন রশিদ সহকারী উপজেলা সমন্বয়কারী, মো: সোহেল রানা, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা, এবং উথলী ইউনিয়ন-এর প্রবীণ ও যুব ক্লাবের সদস্যগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *