চুয়াডাঙ্গায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোটার

চুয়াডাঙ্গায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় সিভিল সার্জন কনফারেন্সে রুমে এ আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে প্রেসকনফারেন্সে কি নোট উপস্থাপন করেন ডা. ইমরান হাসিব। অনুষ্ঠানে জানানো হয় জেলার ৪ উপজেলায় ২ লাখ ৭৭ হাজার জনকে টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। সেই লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম চলছে। ইতিমধ্যে ৪২ ভাগ নিবন্ধন করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টিকাদান কার্যক্রম চলবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে ১ ডোজ টিসিভি টিকা দেয়া হবে। অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক মানিক আকবরসহ জেলার গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, এই ভ্যাকসিনের কোন সাইড ইফেক্ট নেই। আপনাদের সন্তানকে নির্ভয়ে টাইফয়েডের টিকা দিতে পারেন। সরকারের মহত এ কার্যক্রমকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *