গাংনীতে দুর্বৃত্তর দেওয়া আগাছানাশকে পুড়লো কৃষকের স্বপ্ন

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনীর কুঞ্জনগর মিকুশিস স্কুলের পাশে সোহেল রানা নামের এক কৃষকের দুই বিঘা জমির ধানক্ষেত আগাছানাশক প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহষ্পতিবার রাতের কোন এক সময় এ আগাছানাশক প্রয়োগ করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ভুক্তভোগি কৃষক সোহেল রানা ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান ও মিনাপাড়া গ্রামের প্রয়াত আয়ুব হোসেনের ছেলে।

সোহেল রানা জানান, পৈত্রিক সুত্রে প্রাপ্ত দুই বিঘা জমিতে তিনি ধান রোপন করেন। বেশ ভাল ফলনের আশা করেছিলেন তিনি। গত শুক্রবার ধানক্ষেত দেখতে এসে তিনি ধানক্ষেত শুকনো ও লালচে রং দেখতে পান। এসময় বুঝতে পারেন ক্ষেতে আগাছানাশক প্রয়োগ করা হয়েছে। তবে কে বা কারা আগাছানাশখ প্রয়োগ করেছেন তা বলেন নি। তবে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে বলে তিনি ইঙ্গীত প্রদান করেন।

স্থানীয় চাষিরা জানান, কৃষকরা নিজ সন্তানের মতো যত্ন সহকারে তাদের ফসল পরিচর্যা করেন। অনেক টাকাও খরচ করেছেন কৃষক সোহেল। জমি জমা নিয়ে কোন সমস্যা থাকলে তা আইনীভাবে মোকাবেলা করা উচিৎ। এভাবে ফসল নষ্ট করা আর মানুষ হত্যা করা সমান। এ ব্যাপারে কৃষক সোহেল রানা আইনী আশ্রয় নিবেন বলেও জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *