মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টির শাকিল আহমাদ

মেহেরপুর অফিস

বর্তমান সরকার একটি দলের পক্ষে পক্ষপাতীত্বমূলক নির্বাচন কমিশন গঠন করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ। শনিবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে নির্বাচনী হওয়া বইছে, বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে। এছাড়াও শাপলাকে এনসিপি দলীয় প্রতীক হিসেবে যুক্ত করতে কোন আইনি বাধা নাই কিন্তু এনসিপির বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করার জন্যই শাপলা প্রতীক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা শাপলা প্রতীক না পাইলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা।

কেমন মেহেরপুর চাই, শীর্ষক মতবিনিময় সভায় নিজ জেলাকে এগিয়ে নিতে ১৩ দফা উপস্থাপন করেন তিনি। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, মাদক, বেকারত্ব এবং শিল্পসহ নানা বিষয়ে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে বলে ১৩ দফায় উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে এনসিপির মেহেরপুর জেলার যুগ্ম সমন্বয়ক আশিক রাব্বি, জাতীয় যুব শক্তি মেহেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির সদস্য তামিম ইসলামসহ দলটির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *