মেহেরপুর অফিস
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাজার বাসস্ট্যান্ড সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন করেছেন গাংনীবাসী। শনিবার দুপুরে গাংনীর সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধনে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ। রাশিদুল ইসলাম বোরহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাংনী বাজার মসজিদের ইমাম রুহুল আমিন,পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন, এনসিপি নেতা মুজাহিদ মুন্নাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা ও ব্যবসায়িগন।
প্রধান অতিথি বলেন, অনতিবিলম্বে রাস্তার কাজ শুরু করা ও রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর তাগিদ প্রদান করেন। তিনি আরো জানান, রাস্তা নির্মাণ সম্পন্ন করে ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং এই রাস্তার সংস্কারের যে কেউ অনৈতিক সুবিধা গ্রহণ করলে বা চাঁদাবাজি করলে শক্ত হাতে তাদেরকে প্রতিহত করা হবে। মানববন্ধনে গাংনী বাজারের ব্যবসায়ি রাজনৈতিক ব্যাক্তিসহ সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন।