স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় এ অভিযান পরিচালিত য়। আটককৃত সোয়াদ হারদি ইউনিয়নের কেশবপুর পূর্বপাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ২টা ১৫ মিনিট থেকে সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে পরিচালিত অভিযানে জসিম উদ্দীনের ছেলে সোয়াদের বাড়ি ঘেরাও করা হয়। তল্লাশির এক পর্যায়ে একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াদ অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।