চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে বাক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে জহুরুল ইসলাম নামের এক বাক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। আহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিন হাসপাতালপাড়ার মৃত. মাদার বক্সের ছেলে। তিনি কথা বলতে পারেন না বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

আহত জহুরুল ইসলামের বড় ভাই মনি বলেন, ছোট ভাইয়ের ছেলে ফোন দেয় আমাকে। আমি হাসপাতালের মধ্যে এসেই দেখি রাজু আমার ভাইকে কোপাচ্ছে। আমি রাজুর উদ্দেশ্যে বলি আমি ওর বড় ভাই, কোপ মারিস না। তারপরও তিনটা কোপ মেরেছে। তিনি আরও বলেন, আমার ছোট ভাই বাক প্রতিবন্ধী। কথা বলতে পারেনা। আমি যতটুকু জানতে পেরেছি দুজনের মধ্যে কোন টাকা নিয়ে বিরোধ হয়েছিল। তাই বলে একজন বাক প্রতিবন্ধীকে কোপাবে? এদিকে, এ ঘটনার পর সদর হাসপাতাল চত্বরে যুব সমাজের উদ্যোগে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। তাদের দাবি, দ্রুত অভিযুক্তকে দ্রুত আটক করে আইনি ব্যবস্থা নিতে হবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, তার শরীরে দুইস্থানে জখমের চিহৃ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদূর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *