মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে ধানখোলা ইউনিয়ন মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
কর্মীসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দল গাংনী উপজেলা শাখার সভাপতি ফরিদা পারভীন। উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দিন কালু, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ। এসময় যুবদল নেতা মুনসাদ আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জাভেদ মাসুদ মিল্টন বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর হামলা-মামলার শিকার হয়েছি। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হলে আমাদের এখন মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মহিলা দলের নেত্রীরা প্রতিটি গ্রামে, মহল্লায় মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে বিএনপিকে যেনো সকলেই ভোট দেয় সেই কাজ করতে হবে।