আলমডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন জামায়াত নেতা মাসুদ পারভেজ রাসেল

আলমডাঙ্গা অফিস

‘শরতের সুনীল আকাশে হাস্যোজ্জ্বল রোদ, মাঠে দুলছে সাদা কাশফুল, চারপাশে ঢাকের তালে বেজে উঠছে উৎসবের ডাক। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের মন্ত্রোচ্চারণে আলোকিত হয়ে উঠেছে আলমডাঙ্গা উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ। পৌরসভাসহ উপজেলার ৩৫টি পূজা মণ্ডপে চলছে সাজসজ্জা ও ভক্তিমুখর আয়োজন। রবিবার সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তাঁর আগমনে ভক্তদের ভিড়, ঝলমলে আলোকসজ্জা ও ঢাকের বাদ্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

উপস্থিত ভক্তরা মনে করেন, তাঁর উপস্থিতি পূজা মণ্ডপে নিরাপত্তা ও আশ্বাসের দৃঢ় প্রতীক হিসেবে প্রতিফলিত হয়েছে। এসময় তিনি বলেন, “এ উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সৌন্দর্য আলমডাঙ্গায় তৈরি হয়েছে, তা সত্যিই অনন্য। আমি চাই কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে। ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের ঐতিহ্য।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম , সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসাইন, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, ইসলামী সমাজকল্যাণ পরিষদ আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি ড.এ কে এম আব্দুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি সাহিন শাহিদ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *