গোবিন্দপুর-বংকিরা সড়কের পান্তার মাঠে সন্ধারাতে চালককে বেধে পাখিভ্যান ছিনতাইয়ের চেষ্টা

পদ্মবিলা প্রতিনিধি

ঝিনাইদহ জেলার গোবিন্দপুর-বংকিরা সড়কের পান্তার মাঠ নামক স্থানে সন্ধ্যারাতে চালককে বেধে মারধর করে পাখিভ্যান ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় পাখিভ্যান ফেলে পালিয়েছে দুই ছিনতাইকারী। রবিবার সন্ধা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাই কারিদের কবলে পড়া পাখিভ্যান চালক চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে শয়ন।

তিনি জানান, দু’জন অপরিচিত লোক হিজলগাড়ি থেকে আমার ভ্যান ভাড়া করে নিয়ে আসে বলে মোটরসাইকেল বিক্রি করেছি টাকা আনতে যাবার কথা বলে আমাকে এই নির্জন মাঠের মধ্যে গাছের সাথে বেধে মারধর করে ভ্যান ছিনিয়ে নেবার চেষ্টা করলে আমি চিৎকার করি আমার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *