স্টাফ রিপোর্টার
দর্শনার পারকৃষ্ণপুর-মদনা-ছয়ঘরিয়া গ্রামে গণসংযোগ, কুশল বিনিময় ও অফিস উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন।রবিবার অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মো: রুহুল আমিন বলেন, মানবতার সেবায় দেশ পরিচালনায় যোগ্য লোকের বিকল্প নেই। লোকাল গাড়ির ভোট নিয়ে লোকাল গাড়িতে উঠবো না এটা হতে পারে না। মানুষ ফেরেশতার চেয়ে মূল্যবান, আগামী নির্বাচনে আমরা একটি মুরগির দামে যেন বিক্রি না হয়, বিক্রি যদি হতেই হয় তাহলে যেন আমরা একটা গরুর দামে বিক্রি হই, তাহলে ক্রেতা ভোট না কিনে পালিয়ে যাবে। যে ৫৬ বছর স্বাধীন হয়েছে আপনি আপনার সন্তান লেখাপড়া শিখাবেন-বিনা ঘুষে চাকরি পাবে ৫৪ বছরে এটা কি সম্ভব হয়েছে। একজন প্রতিনিধি দুর্নীতি করবে না, স্বজনস্বজন প্রীতি করবে না ঘুষ নেবে না তাহলে দেশটা সোনার দেশে পরিণত হবে। এছাড়াও মদনা ইউনিয়ন শাখায় একটি মহিলা সমাবেশ ,গণসংযোগ পথসভা হিন্দু ধর্মলম্বীদের মন্দির পরিদর্শন করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মদনা ইউনিয়নের আমির শহিদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, দর্শনা থানা শাখার আমির মাওলানা রেজাউল করিম, থানা সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, ইউনিয়ন আমির মজলিসুল মুফাসসিরীনের জেলা সহ-সভাপতি মাওলানা আবুজার গিফারী, সহকারী সেক্রেটারী আবু বক্কর।