দর্শনার ৫টি মন্দিরে বিএনপির পক্ষ থেকে শাড়ি-লুঙ্গি বিতরন

দর্শনা অফিস

সনাতন ধর্মের সব থেকে বড় ধর্মিও উৎসব শারদীয় দুর্গাৎসবে নতুন বস্ত্র পেয়ে খুশি হিন্দু সম্প্রদায়ের মানুষ। রবিবার বিকাল ৫টার দিকে কেরুর হরিজন আমতলা দুর্গামন্দিরে প্রথম বস্ত্র বিতরন করা হয়। দর্শনা পৌর বিএনপির পক্ষ থেকে ৫টি মন্দিরেই প্রায় শতাধিক শাড়ি লুঙ্গি বিতরন করা হয়েছে। বস্ত্রবিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো: হাব্বিুর রহমান বুলেট।

এ সময় সকল মন্দিরের সভাপতি, সম্পাদকসহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও সমন্বয়ক সাবেক কাউন্সিলর শরীফ উদ্দিন, সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, যুবদলের আহবায়ক ফারুক হোসেন, বিএনপির সিনিয়র নেতা আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম, মমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রিংকুসহ যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য হাব্বিুর রহমান বুলেট বলেন আমরা হিন্দু মুসলিম, বৌদ্ধ  খৃষ্টান মিলেই সুন্দর একটি দর্শনা গড়তে চাই। কোন ভেদাভেদ নেই, কেউ ছোট বা কেউ বড় জাতি নেই, আমরা সকলেই যেন একসাথে থাকতে পারি, এক সাথে চলতে পারি। যে কোন সমস্যায় আমার বা আমাদের দলের লোকজনের কাছে ফোন দিলে মুহুর্তে আমরা আপনাদের কাছে পৌছে যাব। এর পর কেরুর দুর্গামাতা মন্দিরে, দর্শনা পুরাতন বাজার মন্দিরে, কালিদাসপুর মন্দিরে ও শেষে  আদিবাসি মন্দিরে নতুন বস্ত্র বিতরন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *