স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর আওতায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শারমিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালত কার্যক্রমের গুরুত্ব, এ পর্যন্ত অর্জিত অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। সভায় বক্তারা গ্রামীণ জনগণের সহজ, সাশ্রয়ী ও দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ কার্যক্রমকে জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের প্রতিনিধি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর প্রতিনিধি, জেলা রিসোর্স টিমের সদস্যবৃন্দ, জেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসকবৃন্দ, ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।