স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘বিএনপি সাম্যের রাজনীতি বিশ্বাস করে। জাতি, ধর্ম, বর্ণ বা পেশার ভিত্তিতে মানুষকে ভাগ করা আমদের রাজনীতির মধ্যে পড়ে না। সকল শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বৈষম্যের অবসান ঘটিয়ে একটি মানবিক সমাজ গঠন করতে চাই আমরা।’ গতকাল শনিবার রাত সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ১নং ওয়ার্ডের হাটকালুগঞ্জ বৃন্দাবনপাড়ায় হরিজন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুর আব্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক লাল্টু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ, লালনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সভা শেষে হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপি নেতাদের ধন্যবাদ জানান এবং বৈষম্যহীন সমাজ গঠনে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।