স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নাগদাহ ইউনিয়ন মহিলা দলের সভাপতি নারগিস বেগমের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের এই মহিলা দলের সম্মেলন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আগামী আন্দোলন-সংগ্রামের প্রস্তুতির প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির নারী কর্মীরা হচ্ছেন সবচেয়ে শক্তিশালী ও সাহসী অংশ। তারা প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষক, আর বেগম খালেদা জিয়া নারী নেতৃত্বের প্রতীক। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে মহিলা দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার এই যুদ্ধে নারীরাই হবে অগ্রভাগের সৈনিক।’ ‘বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে তারা নারী সমাজকে বঞ্চিত ও নিপীড়িত করছে। বিএনপি ক্ষমতায় এলে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
সম্মেলনে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোছা. নারগিস পারভীন, সিনিয়র সহ-সভাপতি হীরা খাতুন, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, যুগ্ম সম্পাদক আবিদা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফাহিমা বেগম দায়িত্ব পেয়েছেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন আলম, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, নাগদাহ ইউনিয়ন যুবদলের নেতা আয়াউলজ্জামান রাসেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়েমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নতুন কমিটিতে নির্বাচিতদের নাম ঘোষণার পর সম্মেলন স্থলে উপস্থিত নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকার করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।